Coronavirus (Photo Credit: File Photo)

দিল্লি, ২৮ জুলাই: গত কয়েকদিনের তুলনায় ভারতে (India) কিছুটা কমল করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২০,৫৫৭ জন। সেই  সঙ্গে গত ২৪ ঘণ্টায় গোটা দেশ মৃত্যু হয়েছে ৪৪ জনের। করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও, সংক্রমণ চিন্তায় রাখছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায়, কোভিডে মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কমলেও, সংক্রমণের মাত্রা বাড়ছে। ফলে করোনা ঠেকাতে নতুন করে টিকা প্রয়োজন বলেও মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

করোনা সংক্রমণ কিছুটা কমলেও, দেশে নতুন করে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। কেরল এবং দিল্লিতে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। দেশে যে ৪ জনের মাঙ্কিপক্সে আক্রান্ত, তাঁদের মধ্যে ৩ জনই বিদেশ ফেরৎ। শুধু দিল্লির আক্রান্তের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। ফলে বছর ৩১-এর দিল্লির ওই ব্যক্তি কীভাবে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:  Arpita Mukherjee: 'আমার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া অর্থ পার্থ চট্টোপাধ্যায়ের', ইডিকে বললেন অর্পিতা

তবে মাঙ্কিপক্স নিয়ে চিন্তার কিছু নেই। মাঙ্কিপক্সের সংক্রমণ রুখে দেওয়া সম্ভব বলেই জজানিয়েছেন বিশেষজ্ঞরা।