Covid-19 Cases In India (Photo: File)

নতুন দিল্লি, ১৪ অক্টোবর:  দুর্গাপুজো করোনার সুপার স্প্রেডার হতে চলেছে। আইসিএমআর আগেই সতর্ক করেছিল। এবার সত্যি সত্যিই সেই ঘটনা ঘটল। অষ্টমীতে করোনার কবলে পড়লেন (Cornavirus Cases In India) ১৮ হাজার ৯৮৭ জন। এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৮০৮ জন। দেশজুড়ে একদিনে করোনার বলি ২৪৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০। এখনও পর্যন্ত করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫১ হাজার ৪৩৫ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ২ লাখ ৬ হাজার ৫৮৬। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। আরও পড়ুন-NorWay: নরওয়েতে তির ধনুক হামলায় মৃত্যুমিছিল

করোনার পরিসংখ্যান 

এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন ৯৬ কোটি ৮২ লাখ ২০ হাজার ৯৯৭ জন। শুধুমাত্র গতকাল টিকা পেয়েছেন ৩৫ লাখ ৪৬ হাজার ৩৪৭ জন। ১৩০ কোটির দেশে এই সংখ্যা কিছুই নয়। কারণ সকলের দ্বিতীয় ডোজ এখনও নেওয়া হয়নি। এদিকে দুর্গাপুজোকে কেন্দ্র করে রাস্তায় মানুষের ঢল দেখে মনে হচ্ছে মাস তিনেক আগে দ্বিতীয় ঢেউয়ের স্মৃতি তাদের মন থেকে মুছে গেছে। পুজোর পরেই যে ফের বড়সড় বিপর্যয় আসতে চলেছে তানিয়ে চিন্তিত রাজ্যের স্বাস্থ্যদপ্তর। হাসপাতাল গুলিকে এখনই সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী।