NorWay: নরওয়েতে তির ধনুক হামলায় মৃত্যুমিছিল
Representational Image | (Photo Credits: PTI)

অসলো, ১৪ অক্টোবর: নরওয়েতে (Norway) তির ধনুক হামলায় বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ অভিযুক্তকে আটক করা হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, নিহতের তালিকাও বেশ দীর্ঘ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই হেপাজতে নেওয়া হয়েছে৷ ধৃত একাই এই কুকর্ম চালিয়েছে৷ ধৃতের বিরুদ্ধে বিশদে খোঁজখবর করা হচ্ছে৷