নতুন দিল্লি, ২১ অক্টোবর: আজই কোভিড টিকাকরণে ১০০ কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে ভারত। আর বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১৮ হাজার ৪৫৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১টি। দেশে এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৯৮.১৫%। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০২০-র মার্চ থেকে এই পর্যন্ত সর্বোচ্চ সুস্থতার হার। লক্ষ্মীপুজোর পরে মহামারীকে রোখার এমন সব সুখবরে আশার আলো জাগছে দেশবাসীর। তবে করোনা এখনও বিদায় নেয়নি। তাই মাস্ক থেকে সত্ত্বর মুক্তি ঘটবে, তা কিন্তু নয়। তাই সচেতন থাকুন। যাঁরা এখনও টিকা নেননি, তাঁরা টিকা নিয়ে নিন। শারীরিক দূরত্ব বাড়িয়ে চলুন। স্যানিটাইজ করুন হাত। আরও পড়ুন- India Set to Achieve 100 Crore COVID Jabs: টিকাকরণে নজির, ১০০ কোটির মাইলস্টোন ছুঁতে চলেছে ভারত
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 18,454 new cases in the last 24 hours; Active caseload stands at 1,78,831. Recovery Rate currently at 98.15%; highest since March 2020: Ministry of Health and Family Welfare pic.twitter.com/TyBaP7EZW1
— ANI (@ANI) October 21, 2021
উল্লেখ্য, ১০০ কোটি টিকাকরণের (Covid-19 Vaccinations) মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত (India)। আজ সকালেই ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় দেশ। এখনও পর্যন্ত দেশের মোট প্রাপ্তবয়স্ক জননসংখ্যার ৭৫ শতাংশ কমপক্ষে একটি ডোজ পেয়েছেন। ৩১ শতাংশের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। এই মাসে দৈনিক গড়ে ৫০ লাখ করে টিকা দেওয়া হয়েছে। ১০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁতেই স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া (Mansukh Mandaviya) টুইট করছেন। তিনি লেখেন, "অভিনন্দন ভারত! এটা আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ফল।"