ভারতে কোভিড (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ জানুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ১৫ হাজার ১৪৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৮১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭০ জন। স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৯৮৫ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ২ লাখ ৮ হাজা ৮২৬ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১ লাখ ৯৬ হাজার ৮৮৫ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭৪ জনের।

আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত সারা দেশে ১৮ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার ৮৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল হয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৩৭৭টি নমুনার পরীক্ষা। আরও পড়ুন: MP Shocker: কিশোরীকে অপহরণ করে ৫ দিনে দু'বার গণধর্ষণ ৯ জনের!

গতকাল থেকে শুরু হয়েছে দেশে করোনাভাইরাস টিকাকরণ। দেশের ৩ হাজারেরও বেশি কেন্দ্রে টিকা দেওয়া হয় ফ্রন্টলাইন কর্মীদের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, করোনা টিকাকরণের (COVID-19 Vaccination) প্রথম দিনেই ১ লাখ ৬৫ হাজার ৭১৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।