নতুন দিল্লি, ৯ নভেম্বর: দেশের দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus cases in India) ১০ হাজার ছুঁই ছুঁই। সোমবার সারাদিনে মারণ রোগের কবলে পড়লেন ১০ হাজার ১২৬ জন। ২৬৬ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। একদিনে করোনায় মৃত ৩৩২ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৪০ হাজার ৬৩৮। ২৬৩ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস।এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৮৬ জন। এতদিনে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৬১ হাজার ৩৮৯ জন।
করোনার দৈনিক পরিসংখ্যান
COVID19 | India reports 10,126 new cases (lowest in 266 days) and 332 deaths in the last 24 hours; Active caseload stands at 1,40,638; lowest in 263 days : Ministry of Health and Family Welfare pic.twitter.com/yAiSwzZ2Tt
— ANI (@ANI) November 9, 2021
টিকাকরণের আওতায় এসেছেন ১০৯ কোটি ৮ লাখ ১৬ হাজার ৩৫৬ জন। শুধুমাত্র গতকাল সোমবার ৮ নভেম্বর টিকা পেয়েছেন ৫৯ লাখ ৮ হাজার ৪৪০ জন। ভারত বায়োটেকের কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেয়েছে। অস্ট্রেলিয়া, ইরান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স, জিম্বাবোয়ের মতো দেশ কোভ্যাক্সিনকে স্বাগত জানিয়েছে।