নতুন দিল্লি, ২৩ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছন ১ লাখ ৯৩ হাজার ২৭৯ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ১৫৯ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২০ জনের।
মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ১৩ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৪২০ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত ২৭ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার ৬৫৩টি নমুনার পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন: Delhi: অক্সিজেনের লো প্রেসার? দিল্লির গঙ্গারাম হাসপাতালে মৃত্যু ২৫ করোনা রোগীর
এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩০ লাখ ৫৭ হাজার ছাড়াল। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখের বেশি। আর সুস্থ হয়েছেন ১২ কোটি ১৮ লাখের বেশি রোগী। বিশ্বে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জনের। মোট সুস্থ হয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।