নতুন দিল্লি, ২৩ এপ্রিল: দিল্লির হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হল ২৫ জন রোগীর। স্যার গঙ্গারাম হাসপাতালের ঘটনা (Sir Ganga Ram Hospital)। হাসপাতালের তরফে জানানো হয়েছে, যা অক্সিজেন (Oxygen) মজুত রয়েছে তা দিয়ে খুব জোর ২ ঘণ্টা চালানো যাবে। ভেন্টিলেটর এবং বিপাপ ঠিকভাবে কাজ করছে না। আইসিইউ এবং জরুরি ক্ষেত্রে ম্যানুয়াল ভেন্টিলেশনের সাহায্য নেওয়া হচ্ছে। আরও ৬০ জন রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে।
দিল্লির শীর্ষ বেসরকারি হাসপাতালগুলির মধ্যে একটি এই গঙ্গারাম হাসপাতাল। এখানে পাঁচশোর বেশি কোভিড রোগীর চিকিৎসা চলছে। হাসপাতালটি জানিয়েছে যে জরুরি ভিত্তিতে অক্সিজেন এয়ারলিফট করার প্রয়োজন রয়েছে। সূত্র বলছে যে অক্সিজেনের লো প্রেসারের কারণে এতজনের মৃত্যু হতে পারে। আরও পড়ুন: Fire at Covid Hospital: মহারাষ্ট্রের পালঘরে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৩ করোনা রোগীর
25 sickest patients have died in last 24 hrs at the hospital. Oxygen will last another 2 hrs. Ventilators & Bipap not working effectively. Need Oxygen to be airlifted urgently. Lives of another 60 sickest patients in peril: Director-Medical, Sir Ganga Ram Hospital, Delhi
— ANI (@ANI) April 23, 2021
করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়াতে দিল্লির বেশ কয়েকটি হাসপাতাল গত তিনদিন ধরে অক্সিজেনের চাহিদা বেড়েছে। অনেক হাসপাতালে অক্সিজেন পেতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়।