পালঘর, ২৩ এপ্রিল: মর্মান্তিক ঘটনা! মহারাষ্ট্রের পালঘরে (Palghar) কোভিড হাসপাতালে আগুন (Fire) লেগে মৃত্যু ১৩ করোনা রোগীর। হাসপাতালের আইসিইউ-তে (ICU) আগুন লাগে। বাকি রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ভিরারের বিজয় বল্লভ হাসপাতালের (Vijay Vallabh Hospital) আইসিইউ-তে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
পুলিশ জানিয়েছে, শর্টসার্কিটের কারণে আইসিইউ-তে আগুন লাগে মনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। , বিজয় বল্লভ সিওআইডি কেয়ার হাসপাতালের চিকিৎসক দিলীপ শাহ বলেন, আজ ভোর তিনটার দিকে আইসিইউ-তে আগুন লাগাতে ১৩ জন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় ২১ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আরও পড়ুন: Nashik oxygen leakage : নাসিকে অক্সিজেন ট্যাঙ্কে লিক, হাসপাতালে ভয়াবহ মৃত্যু ২৪ জনের
Maharashtra | 13 people have died after a fire broke out in the Intensive Care Unit (ICU) around 3am today. 21 patients including those in critical condition have been shifted to another hospital: Dr. Dilip Shah, official, Vijay Vallabh COVID care hospital, Virar pic.twitter.com/0GNUlHlgt4
— ANI (@ANI) April 23, 2021
গতকাল নাসিকের জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কে লিক করে। আর তার জেরেই মৃত্যু হয় ২৪ জন রোগীর। হাসপাতালের (Hospital) অক্সিজেন ট্যাঙ্ক হঠাৎ করে লিক হয়ে যাওয়ায় পরপর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন রোগী। অক্সিজেন ট্যাঙ্ক লিক হওয়ায় বেশ কিছু কিছুক্ষণ সরবরাহ বন্ধ ছিল। তার জেরেই হাসপাতালের ভেন্টিলেটরে থাকা ২৪ জন রোগীর মৃত্যু হয়। ৩১ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাকিদের সরানো যায়নি।