New Covid Variant

নয়াদিল্লিঃ দেশে ফের করোনা (Corona)আতঙ্ক। কেরল, মুম্বই থেকে দিল্লি একাধিক রাজ্য থেকে মিলছে করোনা (Covid 19) আক্রান্তের খোঁজ মিলছে। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। রাজ্যেও মিলেছে করোনার হদিস। দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭। রাজধানী দিল্লিতে (Capital) করোনায় আক্রান্ত ২৩। ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রেখেছে স্বাস্থমন্ত্রক। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

দেশে হু হু কোরে ছড়াচ্ছে করোনা, আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী

শনিবারই এই বিষয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ডিপার্টমেন্ট অব হেলথ রিসার্চের সেক্রেটারি এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (ICMR) ডিরেক্টর জেনারেল। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ুতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে করোনার দাপট। দেখা যাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১ । পাশাপাশি ভারতে করোনার এলএফ.৭ (LF.7) ভ্যারিয়েন্টেও আক্রান্ত হয়েছেন চারজন। শুধুমাত্র ভারতই নয়, সিঙ্গাপুর, হংকং সহ একাধিক দেশে ছড়াচ্ছে করোনা।

দেশে ফের করোনা আতঙ্ক, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা