নয়াদিল্লি: জি ২০ সম্মেলন (G 20 Summit) শেষ হয়েছে কিছুদিন হল। তারপরই মর্নিং কনসুল্ট (morning consult) তরফে করা সমীক্ষায় দেখা গেছে, নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বিশ্বের সর্বোত্তম নেতা (Top Gobal leaders) বলে মনে করছেন বিশ্বের ৭৬ শতাংশ মানুষ। যা বিশ্বের ক্রমতালিকা অনুযায়ী জনপ্রিয়তার বাজারে মোদির থাকা সমস্ত বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গতবছরও এই তালিকায় প্রথম ছিলেন মোদি।
আমেরিকায় (USA) অবস্থিত কনসালটেন্সি ফার্ম গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকারের (Global leader Approval Rating) মতে, ৭৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নেতৃত্বকে স্বীকৃতি দিচ্ছেন। অন্য়দিকে মাত্র ১৮ শতাংশ মানুষ তাঁর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আর ৬ শতাংশ কোনও জবাব দিতে রাজি হননি।
প্রসঙ্গত উল্লেখ, মার্কিন সংস্থার তরফে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী মোদির থেকে অনেক পিছনে থেকে তালিকায় দ্বিতীয় হয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি অ্যালাইন বারসেট। তাঁকে পছন্দ করেছে ৬৪ শতাংশ মানুষ। আর ৬১ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেজ মানুয়েল লোপেজ ওবরা ডোর।
এরপর তালিকায় পরপর রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (৪০ শতাংশ), কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৩৭), ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (২৭ শতাংশ) ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যঁক্রো (৩৪ শতাংশ)।
সম্প্রতি ভারত অত্যন্ত সফল ভাবে জি ২০ সম্মেলন করেছে নয়াদিল্লিতে। এই সম্মেলন উপলক্ষে ৪০টি দেশের রাষ্ট্রনায়ক ও তাঁদের প্রতিনিধিরা দিল্লিতে এসেছিলেন। আরও পড়ুন: Drug Sezied In Maharastra: নিষিদ্ধ মাদক-সহ মুম্বইয়ে ধৃত ৪ ব্যবসায়ী
PM Modi remains leader with highest Global Approval Ratings after G20: Morning Consult
Read @ANI Story | https://t.co/ST97BkjEBk#PMModi #BJP #MorningConsult pic.twitter.com/Go4nLLvQZ9
— ANI Digital (@ani_digital) September 15, 2023