India Post Photo Credit: Wikimedia Common

ইন্ডিয়া পোস্ট গ্রাম ডাক সেবক নিয়োগ ২০২৩ (GDS 2023) এর অন্তর্গত তফসিল-I ও তফসিল II গ্রামীণ ডাক সেবক-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্ট অফিসের (BO) অধীনে শাখা পোস্টমাস্টার (BPM) এবং সহকারী শাখা পোস্টমাস্টার (ABPM) বা ডাক সেবক পদের জন্য গোটা দেশ জুড়ে প্রায় ৩০০৪১ টি শূন্যপদ রয়েছে যা খুব শীঘ্রই পূরণ করা হবে। যোগ্য প্রার্থীদের ৩ অগস্ট থেকে ২৩ অগস্ট ২০২৩এর মধ্যে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ indiapostgdsonline.gov.in-এর মাধ্যমে আবেদন করতে হবে। তাদের অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

প্রার্থীদের বাছাই করা হবে মেধার ভিত্তিতে। এই নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে না। গ্রাম ডাক সেবকের পোস্টে আগ্রহী প্রার্থীদের দশম শ্রেণী পাস হতে হবে এবং প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ইন্ডিয়া পোস্ট দশম শ্রেণির নম্বর শতাংশের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করবে। পদগুলির জন্য নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন ১২,০০০ থেকে ২৪,৪৭০ এর মধ্যে।