ATM Withdrawal (Photo Credits: Pexel)

Are ATMs closed? ভারত-পাকিস্তান জুড়ে টানটান উত্তেজনার পরিস্থিতি। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামের (Pahalgam Terror Attack) নিরীহ পর্যটকদের উপর হামলার ঘটনার প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনা 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালিয়েছে। পাকিস্তানে (Pakistan) বেছে বেছে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত (India)। এরপরেই ফুঁসে উঠেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর অবধি জম্মু কাশ্মীরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি উলঙ্ঘন করে গুলিবর্ষণও অব্যাহত রাখল পাক সেনা (Pakistan Army)। দেশ জুড়ে সংঘর্ষ পরিস্থিতির মাঝে লোকমুখে ছড়াচ্ছে আগামী ২-৩ দিন বন্ধ থাকবে সমস্ত এটিএম পরিষেবা। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, চ্যাটে আসছে সেই বার্তা। যেখানে বলা হচ্ছে, ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে সাইবার হানা চালাতে পারে পাকিস্তান। আর তা রুখতেই আগামী দু থেকে তিন বন্ধ থাকবে ভারতের সমস্ত এটিএম পরিষেবা। তবে এই বার্তা সম্পূর্ণরূপে ভুয়ো।

পিআইবি ফ্যাক্ট চেকের (PIB Fact Check) তরফে জানানো হয়েছে, দেশ জুড়ে সংঘর্ষ পরিস্থিতি বিরাজ করছে ঠিকই কিন্তু তার জন্যে হোয়াটসঅ্যাপে ছড়ানো আগামী ২-৩ দিন বন্ধ থাকার বার্তাটি একেবারে মিথ্যা। এই খবরে কোন সত্যতা নেই। স্বাভাবিক ভাবেই পরিষেবা দেবে এটিএম (ATM)। ওই বার্তায় এই মুহূর্তে অনলাইন লেনদেন থেকেও দূরে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং সেই হুঁশিয়ারিও ভুয়ো, উল্লেখ পিআইবি-র।

হোয়াটসঅ্যাপে ছড়ানো ATM বন্ধের বার্তা ভুয়োঃ

এমন সংঘর্ষময় উত্তেজনার পরিস্থিতিতে এই ধরণের ভুয়ো বার্তা ছড়ানো থেকে দেশবাসীকে বিরত থাকার অনুরোধ করেছে পিআইবি। কোনরকম যাচাই ছাড়া ভুয়ো তথ্য ছড়ানো দেশ এবং দেশবাসীর জন্যে ক্ষতিকর।