Air India: বিমানে চড়েছেন ২ করোনা রোগী, ১৫ দিনের জন্য বাতিল ভারত-দুবাই উড়ান পরিষেবা
এয়ার ইন্ডিয়া(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর: দুবাইগামী বিমানের দুই যাত্রীর শরীরে মিলেছে করোনাভাইরাসের জীবাণু। এর পরেই সংক্রমণ এড়াতে আগামী ১৫ দিনের জন্য ভারত-দুবাই বিমান চলাচল (India-Dubai flight service) বাতিল রাখা হল। গত ৪ সেপ্টেম্বরে জয়পুর থেকে দুবাইগামী ফ্লাইটের এক যাত্রী করোনা আক্রান্ত ছিলেন। এরপরেই দুবাইয়ের বিমান পরিবহন ও বিদেশ মন্ত্রকে তরফে জানানো হয় ভারত থেকে কোনও বিমান এখনই দুবাইতে আসবে না। দুই দেশের মধ্যে বিমান পরিষেবা আগামী ২ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, এনিয়ে দ্বিতীয়বার ভারত থেকে দুবাইগামী কোনও যাত্রীর শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলল। আজ শুক্রবার থেকেই ভারত-দুবাইগামী বিমান পরিষেবা স্থগিতের সময়সীমা শুরু হচ্ছে। আরও পড়ুন-Amitabh Bachchan: করোনা বড় বালাই, ফেসশিল্ড পরে কৌন বনেগা ক্রোড়পতি ১২-র শুটিংয়ে অমিতাভ বচ্চন

বাতিল ভারত-দুবাই উড়ান পরিষেবা

দুবাইয়ে অসমারিক বিমান পরিবহন দপ্তরের কর্মীরাই এনিয়ে দ্বিতীয়বার এমন একজন করোনা আক্রান্তকে শনাক্ত করলেন, যিনি ভারত থেকে বিমানযোগে সেদেশ গিয়েছেন। মূলত সুরক্ষা বিধি মেনে চলার কারণেই এই বিমান চলাচল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ করোনা আক্রান্ত রোগী শুধু নিজের নয় সহযাত্রী এবং বিমানের কেবিন ক্রু, বিমান সেবিকা, সকলেরই বিপদ ডাকছেন। যা দেশের কোভিড পরিস্থিতিকে আরও ভয়াবহতার দিকে ঢেলে দিচ্ছে। এসব রুখতেই ১৫ দিনের জন্য দুবাই ভারতের মধ্যে বিমান পরিষেবা বাতিল করা হল। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য এয়ার ইন্ডিয়া ঠিক কী কী সুরক্ষার বলয় তৈরি করছে তার বিশদ রিপোর্টও চেয়ে পাঠিয়েছে দুবাইয়ের অসমারিক বিমান পরিবহন মন্ত্রক।