Global Times Withheld (Photo Credit: X)

দিল্লি, ১৪ মে: ফের চিনের (China) খোঁচা। এবার আবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) কয়েকটি অংশের নামকরণ করেছে চিন। যার প্রত্যুত্তরে  কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে ভারতের (India) তরফে। চিন যতই নিজের মত করে অরুণাচল প্রদেশের নামকরণ করুক না কেন, তা হাস্যকর এবং নিরর্থক বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। যা নিয়ে ভারত এবং চিনের মাঝে ফের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। পাক বন্ধু চিনের অযথা দাবিতে গলা মেলালে এবার কড়া পদক্ষেপ করা হল ভারতের তরফে। চিনের প্রোপাগন্ডা ছড়ানো সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক্স হ্যান্ডেলকে বন্ধ করা হল ভারতে। চিনের প্রোপাগন্ডা ছড়ানো গ্লোবাল টাইমস মিডিয়া (Global Times) যাতে এক্স হ্যান্ডেলে নিজেদের কুকীর্তি করতে না পারে, তার জন্যই দিল্লির তরফে ওই কড়া পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন: India Rejects China's Claim On Arunachal Pradesh: অরুণাচল নিয়ে আবার গণ্ডগোল পাকানোর চেষ্টা চিনের, পাক বন্ধু বেজিংয়ের প্রচেষ্টাকে হাস্যকর বলল ভারত

দেখুন এক্স হ্যান্ডেলে বন্ধ গ্লোবাল টাইমসের পেজ...

 

অপারেশন সিদূঁরের (Operation Sindoor) পর পাকিস্তানের (Pakistan) সঙ্গে অস্ত্র বিরতি হলেও, সম্পর্ক শুধরোয়নি। যার আশা প্রায় নেই বললেই চলে। সন্ত্রাসবাদের সঙ্গে কোনও কথা হতে পারে না। পাকিস্তানের সঙ্গে কোনও ধরনের কথা হলে, তা সন্ত্রাসবাদ নিয়ে হবে। পাশপাশি পাকিস্তানের সঙ্গে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে বলে সাফ জানান প্রধানমন্ত্রী।

পাকিস্তানের পাশাপাশি চিন ভারতের সঙ্গেও এ বিষয়ে কথা বলতে পারে বলে জানায়। যা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। এরপরই চিনের তরফে অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলের নামকরণ করে পালটা খোঁচা দেওয়া হয়। চিনের ওই পদক্ষেপ যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিতে শুরু করেছে ভারত।