
দিল্লি, ১৪ মে: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বেশ কয়েকটি অঞ্চলের নামকরণ করল চিন (China)। 'অরুণাচল প্রদেশের ওই অংশগুলি দক্ষিণ তিব্বতের মধ্যে পড়ছে। দক্ষিণ তিব্বতের অংশই ওগুলি।' এমন দাবি করা হল চিনের তরফে। যার পালটা উত্তর অত্যন্ত কড়াভাবে দেওয়া হয় ভারতের (India) তরফে। দিল্লি (Delhi) জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের ছিল, আছে, থাকবে। তাই অরুণাচলের নামকরণ নিরর্থক এবং হাস্যকর প্রচেষ্টা। বেজিংয়ের এই ধরনের নীতিহিন এবং নিরর্থক প্রচেষ্টাকে ভারতের তরফে সম্পূর্ণভাবে খারিজ করা হচ্ছে বলে স্পষ্ট জানায় বিদেশ মন্ত্রক (MEA)।
এসবের পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়, চিন যেভাবে নিজের সৃজনশীলতা দিয়ে অরুণাচল প্রদেশের নামকরণ করছে, তা একেবারে নিরর্থক। বেজিংয়ের এই হাস্যকর প্রচেষ্টা কখনও বাস্তব রূপ পাবে না কারণ অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। জানানো হয় দিল্লির তরফে।
প্রসঙ্গত অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলের নামকরণ চিনের তরফে করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরপরই বিদেশ মন্ত্রকের তরফে তার কড়া প্রতিক্রিয়া জানানো হয়।
সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের (Pakistan) সঙ্গে দ্বন্দ্বের মাঝে এবার অরুণাচল প্রদেশ নিয়ে ফের নানা দাবি শুরু করেছে চিন। পাক বন্ধু চিন যে ইচ্ছাকৃতভাবেই এই সমস্ত কার্যকলাপ অপারেশন সিদূঁরের (Operation Sindoor) পর শুরু করেছে, তা কার্যত স্পষ্ট বেলই মনে করছে বিভিন্ন মহল।