গৃহযুদ্ধের ফলে অশান্ত সিরিয়া (Syria)। রক্ত ঝরছে সর্বত্র। ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ। যত দিন যাচ্ছে আরও ভয়ানক হচ্ছে সিরিয়ার পরিবেশ। সরকারের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটি। সংঘর্ষের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তর-পশ্চিম অংশ। এই পরিস্থিতিতে ভারতীয়দের সিরিয়া ভ্রমণ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করল কেন্দ্র সরকার। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল এই মুহূর্তে ভারতীয়দের সিরিয়া ভ্রমণের উপর কড়াভাবে নিষেধাজ্ঞা জানাচ্ছেন। ভারত সরকারের তরফে পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত যেন কোন ভারতীয় সিরিয়া ভ্রমণের পরিকল্পনা না করেন।
শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গৃহযুদ্ধের জেরে জ্বলছে সিরিয়া। তাই এই পরিস্থিতিতে ভারতীয়রা যেন সিরিয়া ভ্রমণ থেকে বিরত থাকেন। দেশটি ভ্রমণের উপযোগী হলে সরকার নির্দেশিকা জারি করে তা জানিয়ে দেবে।
ভারতীয়দের সিরিয়া ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি সে দেশে কর্মরত ভারতীয়দের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রণধীর। তিনি এদিন জানান, ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ নেবে সিরিয়ার ভারতীয় দূতাবাস। বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানান, এই মুহূর্তে সিরিয়ায় ৯০ জন ভারতীয় রয়েছেন। রাষ্ট্রসংঘের (United Nations) বিভিন্ন সংস্থায় তাঁরা কর্মরত। সিরিয়ার ভারতীয় দূতাবাস তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তায় চব্বিশ ঘণ্টা যোগাযোগ রাখছে। পাশাপাশি সিরিয়ার যুদ্ধ পরিস্থিতির উপরেও নজরজারি চালাচ্ছে নয়া দিল্লি (New Delhi)।