Photo Credits: ANI

তেলঙ্গনায় ভরাডুবি কে চন্দ্রশেখর রাওয়ের। অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলঙ্গানা গড়ার দাবিতে যার আন্দোলন গোটা দেশের নজর কেড়েছিল, সেই কেসি আর এবার নিজের রাজ্যেই ভূপতিত। একেবারে পিছন থেকে শুরু করে কংগ্রেস তেলঙ্গানা দখলের পথে। ১১৯টি-র মধ্যে ৬৪টি আসনে এগিয়ে কংগ্রেস, সেখান ভারত রাষ্ট্রীয় সমিতি এগিয়ে ৪০টি-তে। ৬০টি আসনে জিতলেই সরকার গড়া যাবে।

বিআরএস-এর কাছে আরও লজ্জার নিজের কেন্দ্রেই পিছিয়ে রয়েছে কেসিআর। সেখানে কংগ্রেসের রাজ্য সভাপতি তথা হবু মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তাঁর কেন্দ্রে অনায়াসে জয়ের পথে রয়েছেন।

দেখুন ভিডিয়ো

গত তেলাঙ্গানা বিধানসভায় পাঁচ বছর আগে বিআরএস (তখন নাম ছিল টিআরএস) জিতেছিল ৬৩টি আসনে, সেখানে কংগ্রেস মাত্র ২১টি-তে জয় পেয়েছিল। গতবার বিজেপি তেলঙ্গানা বিধানসভায় জিতেছিল ৫টি আসনে, এবার তারা ৭টি-তে এগিয়ে।