Photo Credits: ANI

দিল্লি, ৭ অগাস্ট: INDIA জোটে যোগ দেওয়ার পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে সুর আরও চড়াচ্ছে বিজেপি। সোমবার রাজ্যসভায় বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী (Sudhanshu Trivedi ) দাবি করলেন, দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে মোট ১৫টি বাথরুম আছে। আর সেইসব বাথরুমে মোট ১ কোটি টাকার কার্টন বা পর্দা লাগানো হয়েছে। কেজরিওয়াল যে সততার মুখোশ পরে দুর্নীতির পাহাড়ে বসে আছেন সেই অভিযোগই তুললেন সুধাংশু ত্রিবেদী।

সুধাংশু বলেন, " ২০১৩ সালে কেজরিওয়াল টুইট করে অভিযোগ করেছিলেন, সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বাসভবনের বাথরুম সহ মোট ১০টি ঘরে এয়ার কন্ডিশনারের ইলেকট্রিক বিল কে দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেজরিওয়াল। তাহলে এখন আমাদের প্রশ্ন কেজরির বাসভবনে ১৫টি বাথরুমে ১ কোটি টাকা পর্দার খরচটা কে দিল।" আরও পড়ুন-ফের ভূমিকম্প আন্দামানে, চলতি মাসে এই নিয়ে ৩ বার কম্পন

দেখুন টুইট

দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে বিল নিয়ে বলতে ওঠে এমন অভিযোগ করেন সুধাংশু।