বাসের মধ্যেই আগুন লেগে পুড়ে মারা গেলেন এক কন্ডাক্টর। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি বাস স্টপে। মৃত কন্ডাক্টরের নাম মুথাইয়া স্বামী। জানা গেছে বৃহস্পতিবার ডিউটি শেষে বাসস্টপে আসার পর বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে কন্ডাক্টরটি। বেঙ্গালুরুর ব্যালারির বাসিন্দা তিনি। লিঙ্গাধিরানাহাল্লি বাস স্টপে দাড়িয়েছিল বেঙ্গালুরু মেট্রো ট্রা্সপোর্ট কর্পোরেশনের বাসটি। কন্ডাক্টরকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হলে তাকে মৃত ঘোষনা করা হয়।
তবে বাসস্টপে রাত্রে আলাদা থাকার জায়গা থাকলেও কেন কন্ডাক্টর বাসের মধ্যেই ঘুমচ্ছিলেন তা জানা যায়নি। রাত্রে বাসটি পার্ক করার পর ড্রাইভার প্রকাশ পাশের রেস্ট রুমে বিশ্রাম নেওয়ার জন্য গেলেও কন্ডাকডর যায়নি বলে জানা যাচ্ছে। শুক্রবার বাসটিতে আগুন লাগলেও চোখে পড়েনি ড্রাইভারের। তবে বিট পুলিশ প্যাট্রলিংয়ে থাকায় তাদের চোখে পড়ে আগুন লাগার বিষয়টি। তারা দমকলে খবর দেয় এবং আগুন নেভানোর ব্যবস্থা করে।
ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বিএমটিসির(BMTC) আধিকারিকরা। ঘটনাটির তদন্তে নেমেছে বায়াদারাহাল্লির পুলিশ।
#BREAKINGNEWS | A #BMTC bus driver, who was sleeping in a bus in #Bengaluru during an overnight stopover, died when the bus caught fire. #News9SouthDesk @BLRrocKS @NammaBengaluroo @BMTC_BENGALURU @BlrCityPolice
Report 👉https://t.co/8XQMkBNQWD pic.twitter.com/ovrLPDkNc1
— Prajwal D'Souza (@prajwaldza) March 10, 2023