দিল্লি, ১০ মে: ইমরান খানের (Imran Khan) গ্রেফতারির পর থেকে উত্তাল পাকিস্তান (Pakistan)। ইমরানের গ্রেফতারির পর যখন পাকিস্তানে শোরগোল শুরু হয়েছে,সেই সময় শেহর সিনওয়ারি নামে এক ট্য়ুইটার ইউজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে দিল্লি পুলিশকে ট্যাগ করে ট্যুইট করেন। পাকিস্তানে শোরগোলের জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করতে চান বলে জানান শেহর।
যা দেখে পাকিস্তানের ওই তথাকথিত অভিনেত্রী শেহর সিনওয়ারিকে পালটা একহাত নেয় দিল্লি পুলিশ। পাকিস্তানে দিল্লি পুলিশের এক্তিয়ার নেই। পাকিস্তানে যদি দিল্লি পুলিশের এক্তিয়ার থাকত, তাহলে কী হত বলে প্রশ্ন তোলে রাজধানী শহরের পুলিশ। এমনকী, ইমরান খানের গ্রেফতারির পর যখন পাকিস্তান জুড়ে শোরগোল শুরু হয়েছে, সেই সময় সে দেশের বহু জায়গায় ইন্টারনেট বন্ধ। পাকিস্তানের বিভিন্ন জায়গায় যখন ইন্টারনেট বন্ধ, সেই সময় শেহর সিনওয়ারি কীভাবে ট্যুইট করছেন বলে প্রশ্ন তোলা হয় দিল্লি পুলিশের তরফে।
We are afraid we still do not have jurisdiction in Pakistan.
But, would like to know how come you are tweeting when the internet has been shut down in your country! https://t.co/lnUCf8tY59
— Delhi Police (@DelhiPolice) May 9, 2023