Coldwave condition In North India (Photo Credit: X@airnewsalerts)

উত্তর ভারতের বেশির ভাগ অংশে গত কয়েকদিনে শৈত্যপ্রবাহের অবস্থা তীব্র হয়েছে। ভারতের আবহাওয়া দফতর সতর্ক করেছে যে এই অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সপ্তাহের শেষের দিকে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে বৃষ্টি এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

আগামী দুই দিন শৈত্যপ্রবাহের অবস্থা থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি। এছাড়াও আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশে ঘন থেকে খুব ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে আজ শীতলতম দিনের অবস্থা বিরাজ করবে বলে আশা করা হচ্ছে। আইএমডি পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দেশের উত্তর-পশ্চিম অংশে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং তারপর ২-৪ ডিগ্রি সেলসিয়াস ধীরে ধীরে বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

 

ঘন কুয়াশার কারণে উত্তর ভারত জুড়ে ট্রেন ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দিল্লিগামী প্রায় ২৫টি ট্রেন তিন থেকে চার ঘণ্টা বিলম্বিত হয়েছে। এর মধ্যে রয়েছে দুরন্ত এক্সপ্রেস, লখনউ মেল, পদ্মাবত এক্সপ্রেস, মুসৌরি এক্সপ্রেস, ইউপি যোগাযোগ ক্রান্তি, এবং জম্মু রাজধানী। এদিকে, কুয়াশার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০টি বিমান বিলম্বিত হয়েছে। তবে কোনো বিমান বাতিল করা হয়নি। যাত্রীদের বোর্ডিং করার আগে তাদের ট্রেন এবং ফ্লাইটের সর্বশেষ অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ।