
মাঝে কয়েকদিনের বিরতি মাত্র। ফের উপত্যকায় শুরু হল এনকাউন্টার অভিযান। তবে এবার পাক সেনার সঙ্গে হামলা নয়, বরং এবার কিস্তওয়ারের (Kishtwar) ছাতরু জঙ্গিদের সঙ্গে শুরু হয়েছে গুলির লড়াই। যদিও এই অভিযানে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। এবং অপরদিকে জঙ্গিদের মধ্যে কেউ খতম হয়নি। এমনকী কাউকেই আটক করা হয়নি। তবে তারপরেও অভিযান চালিয়ে রেখেছে নিরাপত্তা বাহিনী। যদিও এই জঙ্গিদের সঙ্গে পহেলগাম হামলার কোনও যোগ রয়েছে কিনা, সেইটিও খতিয়ে দেখা হচ্ছে।
কিস্তওয়ারে এনকাউন্টার অভিযান
জানা যাচ্ছে, বৃহস্পতিবার গোপনসূত্রে খবর পেয়ে সিংপোরা এলাকায় তল্লাশি অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। আগে থেকেই খবর পাওয়া যায় যে ওই এলাকায় তিন-চার জন জঙ্গি গা ঢাকা দিয়েছে। সেই খবর পেয়ে এনকাউন্টার অভিযান শুরু করে জওয়ানরা। দুই পক্ষের গুলি বিনিময়ের মধ্যে গুরুতর জখম হন এক জওয়ান। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওরা চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণ মৃত্যু হয় ওই জওয়ানের।
পহেলগামে জঙ্গি হামলা
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে পগেললগামে পাক জঙ্গির হামলায় মৃত্যু হয় একাধিক পর্যটকের। হামলার সময় কলমা পড়তে বলেন জঙ্গিরা। যাঁরা এই কলমা পড়তে পারলেন না, তাদের সবার সামনেই খুন করা হয়। এই হামলার জবাবে পাকিস্তানের মধ্যে অপারেশন সিঁদুর লঞ্চ করে একাধিক জঙ্গিঘাঁটি উড়িয়ে দেওয়া হয়।