দিল্লি, ১ অগাস্ট: স্বাভাবিকের তুলনায় এলার বেশি বৃষ্টি (Rain) হবে। ২০২৪ সালে ভারতের (India) বিভিন্ন অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। বর্ষার মরশুমের দ্বিতীয় ভাগে ভারতবর্ষের একাধিক জায়গায় ১০৬% বৃষ্টি বেশি হবে বলে হাওয়া অফিসের তরফে আবহাওয়ার পূর্বাভাষে জানানো হয়েছে। যে শতাংশ বৃষ্টি বেশি হবে মরশুমের দ্বিতীয় ভাগে, গোটা দেশের একাধিক রাজ্যে তার প্রভাব দেখা যাবে।
তবে দেশের উত্তর-পূর্ব ভারতের (North-East) রাজ্যগুলিতে বর্ষার দ্বিতীয় ভাগে বৃষ্টি স্বাভাবিকের তুলনায় কম হয়েছে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে। পাশাপাশি জুলাই (July) মাসে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথায়, তার তুলনায় ৯% বেশি বৃষ্টি হয়েছে বলেও জানানো হয় হাওয়া অফিসের তরফে।
আবহাওয়া দফতরের (IMD) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে যে পরিমণ বৃষ্টি হওয়ার কথায়, তার চেয়ে কম হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীরে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশাতেও কম বৃষ্টি হয়েছে বলে জানানো হয় হাওয়া অফিসের তরফে।
আবহাওয়া দফতর বলছে, অগাস্টের প্রথম সপ্তাহে ভারত জুড়ে ভাল বৃষ্টিপাত হবে। যার মধ্যে মধ্য ভারত অন্যতম। মধ্য ভারতের বিভিন্ন অংশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। হাওয়া অফিসের কথায়, আগামী ৫ দিন মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টি হবে। ফলে এই দুই রাজ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা। যদিও ৮ অগাস্ট থেকে ভারত জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমবে কয়েকদিনের জন্য বলেও জানানো হয় আবহাওয়া দফতরের তরফে।