৯৫ বছর বয়সী জিন হ্যাকম্যান ও তার ৬৫ বছর বয়সী স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যু নিয়ে আগে তুমুল জলঘোলা হয়ে গিয়েছে। রিপোর্ট বলছে, বেটসির মৃত্যুর সঠিক সময় জানা না গেলেও তাকে সর্বশেষ ১১ ফেব্রুয়ারি দেখা গিয়েছিল। এরপর জিন হ্যাকম্যান সম্ভবত ১৮ ফেব্রুয়ারি তিনি মারা যান। গত ২৬ ফেব্রুয়ারি সান্তা ফে'র বাড়িতে তাদের পোষা কুকুর জিনার সঙ্গে মৃত অবস্থায় পাওয়া যায় এই দম্পতিকে
...