Kerala Blasters vs Mumbai City, ISL 2024-25: আজ, শুক্রবার, ৭ মার্চ, ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরসুমে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। ষষ্ঠ স্থানে থাকা ওড়িশা এফসির সঙ্গে যৌথভাবে ৩৩ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করতে মুম্বইয়ের প্রয়োজন মাত্র এক পয়েন্ট। ওড়িশা লিগ অভিযান শেষ করে ফেলেছে এদিকে মুম্বই সিটি এফসির এখনও দু'টি ম্যাচ খেলা বাকি। অন্যদিকে ২২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে বসে থাকা কেরালা ব্লাস্টার্স এফসি আর প্লেঅফের লড়াইয়ে নেই। মুম্বই সিটি এফসি নভেম্বরে বিপরীত ফিক্সচারে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে পরাজিত করেছিল। দুই দলের মধ্যে ২১টি লড়াইয়ে মুম্বই সিটি এফসি ১০ বার জিতেছে, কেরালা ব্লাস্টার্স এফসি পাঁচবার শীর্ষে উঠে এসেছে। বাকি ছয়টি ম্যাচ ড্র হয়েছে। Hyderabad FC vs Punjab FC Video Highlights: সবচেয়ে কম বয়সে গোল শামির, হায়দরাবাদের বিপক্ষ বড় জয় পাঞ্জাবের; দেখুন ভিডিও হাইলাইটস
কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫
Come rain or shine, we will fight for this badge 🟡⚔️#KeralaBlasters #KBFC #YennumYellow #ISL #KBFCMCFC pic.twitter.com/J7i9crZM53
— Kerala Blasters FC (@KeralaBlasters) March 7, 2025
কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
৭ মার্চ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Kochi) আয়োজিত হবে কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটির ম্যাচ।
কখন থেকে শুরু হবে কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে