কর্ণাটকে (Karnataka) বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার দুই মহিলা। তাঁদের সঙ্গে থাকা তিন যুবককে হেনস্থা করার অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ হাম্পির কাছে জনপ্রিয় সানাপুর হ্রদের তীরে দুই মহিলা পর্যটককে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
জানা যাচ্ছে, নির্যাতিতাদের মধ্যে একজন ইজরায়েলের বাসিন্দা, বয়স ২৭। অপরজন ২৯ বছর বয়সী একজন হোটেলের মালিক। ঘটনার সময়ে ওই দুই মহিলা পর্যটকের সঙ্গে আরও তিন পুরুষ সঙ্গীও ছিলেন। কিন্তু তা সত্ত্বেও গণধর্ষণের ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর, মোটরসাইকেলে চেপে তিনজন ব্যক্তি পর্যটকদের কাছে আসেন। কাছের পেট্রোল পাম্পটি কোথায় সেটি জানতে চান। সেই রাস্তা দেখিয়ে দেওয়ার পর পর্যটকদের কাছে ১০০ টাকা চান অভিযুক্তরা। সেই টাকা দিতে অস্বীকার করতেই অভিযুক্তরা প্রথমে ওই তিন পুরুষের উপর চড়াও হন। হামলা করেন। আক্রমণ করেন। তারপর ওই দুই তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।
আহত তিন পুরুষ পর্যটকের পরিচয় জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ড্যানিয়েল। মহারাষ্ট্রের বাসিন্দা পঙ্কজ। ওড়িশার বাসিন্দা বিবাশ। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। নির্যাতিতা দুই মহিলা বর্তমানে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।