প্রতীকী ছবি (Photo Credits: pixabay)

নতুন দিল্লি, ৫ অক্টোবর: সোমবার চলতি বছরে জয়েন্টের অ্যাডভান্স ফলাফল ঘোষণা করল আইআইটি দিল্লি। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে jeeadv.nic.in পড়ুয়ারা ফলাফল জেনে নিতে পারেন। মোট ৪৩ হাজার ২০৪ জন পড়ুয়া এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ৬ হাজার ৭০৭। ছাত্রীদের মধ্যে টপার আইআইটি রুরকির কনিষ্কা মিত্তল। মেধার ব়্যাংক তালিকায় ১৭ নম্বরে রয়েছে তাঁর নাম। JEE Advanced 2020-র টপার হলেন আইআইটি বম্বের চিরাগ ফালোর। ৩৯৬-এর মধ্যে চিরাগের প্রাপ্ত নম্বর ৩৫২। দিল্লি আইআইটি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে উত্তরপত্রও ডাউনলোড করতে পারবেন পড়ুয়ারা। আইআইটি দিল্লি যে এই পরিস্থিতিতেও সফল পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে পেরেছে, সেজন্য অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আরও পড়ুন-RBI On Currency Notes: টাকার হাত ধরে ব্যাকটেরিয়ার পাশাপাশি বাড়িতে ঢুকছে করোনাভাইরাসও, ইঙ্গিত রিজার্ভ ব্যাংকের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর টুইট

এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, “এই করোনাকালে পরীক্ষার আয়োজন করে সফলভাবে ফল প্রকাশ করার জন্য আইআইটি দিল্লিকেও অভিনন্দন জানাচ্ছি। পড়ুয়ারা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে jeeadv.nic.in ফলাফল জেনে নিতে পারেন।” যেসব পড়ুয়া তাঁদের কাঙ্খিত লক্ষ্য ছুঁতে পেরেছেন তাঁদেরও অভিনন্দন জানান কেন্দ্রীয় মন্ত্রী। একই সঙ্গে তুলনামূলক খারাপ ফল করা পড়ুয়াদেরও উৎসাহ দিতে ভোলেননি তিনি। বলেন, “আশানুরূপ ফলা না হলেও মন খারাপের প্রয়োন নেই। দেশে প্রচুর সুযোগ তাঁদের জন্য অফেক্ষা করছে। আর একটা পরীক্ষা কখনওই একজন পড়ুয়ার সম্পূর্ণ মূল্যায়ণ হতে পারে না।”

আইআইটি দিল্লির জয়েন্টের অ্যাডভান্স ফলাফল জানতে হলে:

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন JEE Advanced i.e. jeeadv.nic.in।
  • হোম পেজে গিয়ে এখানে JEE Advanced Result 2020 link ক্লিক করুন।
  • নিজের ক্রেডেনশিয়াল এনটার করে সাবমিট অপশনে ক্লিক করুন।
  • পরের ধাপেই জয়েন্টের অ্যাডভান্স ফলাফল আপানর কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে।
  • ফলাফল স্ক্রিনে চলে এলে আপনি তা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তী প্রয়োজনে।

ভর্তির জন্য এবার অ্যাডভান্স জয়েন্ট উত্তীর্ণ পড়ুয়ারা JoSAA counselling 2020-র প্রস্তুতি নিতে পারেন। ২৩টি আইআইটি, এনআইআইটি ও অন্যান্য সরকারি সাহায্যপ্রাপ্ত টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তির জন্য পড়ুয়াদের প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকেই। সমস্ত পরীক্ষার্থী মধ্যে ৯৬ শতাংশ এবার আইআইটি দিল্লির জয়েন্টের অ্যাডভান্স পরীক্ষায় বসেছিল। গত ১২ সেপ্টেম্বর সেই পরীক্ষা হয়। প্রায় দেড় লাখেরও বেশি পরীক্ষার্থী এবার জয়েন্ট অ্যাডভান্সে পরীক্ষায় বসেছিল।