পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) শোক হোক বা অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার মতো ঘটনা হোক, দেশের একাংশ মানুষ এই নিয়ে ভারতকেই সমর্থন করে এসেছেন। কিন্তু এখনও কিছু মানুষ রয়েছে, যাঁদের এই ঘটনাগুলির পরও পাকিস্তান প্রীতি বিন্দুমাত্র কমছে না। আদপে এরা ভারতে থেকে দেশবিরোধী কার্যকলাপ করে যাবে, অথবা এই ঘটনাগুলি নিয়ে নীরব থেকে যাবে। এই নীরবতা বিশেষ করে বলিউড বা বিনোদন জগতেই বেশি দেখা গিয়েছে বিগত কয়েকদিন ধরে। শাহরুখ খান, সলমান খান বা রণবীর সিং, দীপিকা পাডুকোন বা করিনা কাপুর খানের মতো তারকরা এই সমস্ত ঘটনা নিয়ে কোনও মন্তব্যই করেননি।

পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা জাভেদের

তবে এবার এই নিয়ে মন্তব্য করলেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। তিনি বলেন, আমি এক মুসলমান। ফলে আমি দু’দিক থেকেই গালাগালি শুনি। যখন কোনও এক পক্ষ নীরব থাকে, তখন আমি চিন্তায় পড়ে যাই যে আমি কী কোনও ভুল করলাম। একদিকে আমা কাফির বলে, তাঁদের মতে আমি নাকি নরকে যাব। অন্যদিকে আরেক পক্ষ আমায় জিহাদি বলে, তাঁদের মতে আমার পাকিস্তানে থাকা উচিত। কিন্তু আমার মনে হয় পাকিস্তানের বদলে নরকে যাওয়াই শ্রেয়।

দেখুন জাভেদ আখতারের বক্তব্য

পহেলগাম হামলা

পহেলগাম হামলা নিয়ে এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাভেদ আখতার। তিনি ঘটনার নিন্দা করেছিলেন এবং পাক জঙ্গিদের উপযুক্ত শাস্তির দাবি করেছিলেন। জাভেদ ছাড়াও ভিকি কৌশল, কঙ্গনা রানাওয়াতের মতো তারকরাও এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছিলেন।