Chanda Kochhar (Photo Credits: Twitter)

মুম্বই, ৮ জানুয়ারি: লোন দুর্নীতি কাণ্ডে (ICICI Bank Loan Fraud Case) সপ্তাহ দুয়েক আগে গ্রেফতার করা হয় আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার এবং তাঁর স্বামী দীপক কোচারকে। আইসিসি ব্য়াঙ্ক-ভিডিওকন জালি লোন দুর্নীতিতে গ্রেফতার হওয়া চন্দা ও দীপকের গ্রেফতার আইন মেনে হয়নি বলে জানাল বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষকরা।

ফলে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া ICICI-র প্রাক্তন সিইও চন্দা কোচার ও তাঁর স্বামী দীপককে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্ত করার অনুমতি দিল বোম্বে হাইকোর্ট। আরও পড়ুন-মত্ত অবস্থায় বিমানে গোলমালের দায়ে পটনা বিমানবন্দর থেকে গ্রেফতার দুই

দেখুন টুইট

প্রসঙ্গত, ১,৭৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি ও সিইও কোচার দম্পতিকে গ্রেফতার করা হয়৷ এই মামলায় ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে এবার ভিডিয়োকন গ্রুপের কর্ণধার বেণুগোপাল ধুতকে গ্রেফতার করেছে সিবিআই।