মুম্বই, ৮ জানুয়ারি: লোন দুর্নীতি কাণ্ডে (ICICI Bank Loan Fraud Case) সপ্তাহ দুয়েক আগে গ্রেফতার করা হয় আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার এবং তাঁর স্বামী দীপক কোচারকে। আইসিসি ব্য়াঙ্ক-ভিডিওকন জালি লোন দুর্নীতিতে গ্রেফতার হওয়া চন্দা ও দীপকের গ্রেফতার আইন মেনে হয়নি বলে জানাল বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষকরা।
ফলে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া ICICI-র প্রাক্তন সিইও চন্দা কোচার ও তাঁর স্বামী দীপককে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্ত করার অনুমতি দিল বোম্বে হাইকোর্ট। আরও পড়ুন-মত্ত অবস্থায় বিমানে গোলমালের দায়ে পটনা বিমানবন্দর থেকে গ্রেফতার দুই
দেখুন টুইট
ICICI bank-Videocon loan fraud case | Bombay High Court allows release of former ICICI CEO Chanda Kochhar and Deepak Kochhar from judicial custody after CBI arrest.
"Arrest not in accordance with the law," the Court observes. pic.twitter.com/t7luYN5Fsr
— ANI (@ANI) January 9, 2023
প্রসঙ্গত, ১,৭৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি ও সিইও কোচার দম্পতিকে গ্রেফতার করা হয়৷ এই মামলায় ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে এবার ভিডিয়োকন গ্রুপের কর্ণধার বেণুগোপাল ধুতকে গ্রেফতার করেছে সিবিআই।