আইসিআইসিআই ব্যাঙ্ক (Photo credits: Flickr)

মুম্বই, ১০ মার্চ: করোনাভাইরাস প্রতিষেধক (Coronavirus Vaccine) প্রয়োগের প্রক্রিয়া চলছে দেশজুড়ে। এরমধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। সংস্থাটি নিজেদের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রতিষেধক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার একথা ঘোষণা করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। আরও পড়ুন: COVID Negative Alia Bhatt: করোনায় আক্রান্ত নন আলিয়া, টেস্ট রিপোর্ট নেগেটিভ 

আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অতিমারীর থেকে সংস্থাটি নিজের কর্মীদের সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কর্মীদের পরিবারের সদস্যদেরও বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে।

ব্যাঙ্কের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, "অতিমারীর সময় আমাদের কর্মীরা লক্ষ লক্ষ গ্রাহকের জন্য দিনরাত কাজ করে গিয়েছে। এবার তাদের সুরক্ষার কথাও আমাদের বিচার বিবেচনা করে দেখা উচিত।" করোনা প্রতিষেধকের জন্য যে খরচ হবে, সেই টাকাটা সম্পূর্ণ কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।