শ্রীনগর: সীমান্তে দেশরক্ষার কাজে নিয়োজিত ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রয়োজন পড়লে দেশের অভ্যন্তরেও সাধারণ মানুষকে যে কোনও বিপদ থেকে উদ্ধারের জন্য সবসময় ঝাঁপিয়ে পড়েন। রবিবার সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে দেখা গেল। দুজন সাধারণ পর্বতারোহী (civilian mountaineers) ফয়জল ওয়ানি ও জিশান মুস্তাক জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) থাজিওয়াস হিমবাহে (Thajiwas Glacier) আটকে পড়েছিল। খবরটি পাওয়ার পরেই ভারতীয় বায়ুসেনার এএলএইচ এমকে থ্রি হেলিকপ্টার (IAF ALH Mk III helicopter) ও বায়ুসেনার সদস্যদের তৎপরতায় তাঁদের সেখান থেকে উদ্ধার করা (rescued) হল।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Srinagar: IAF ALH Mk III helicopter rescued two injured civilian mountaineers from Thajiwas Glacier, one of whom had suffered multiple fractures, hypothermia & other injuries. Faisal Wani & Zeeshan Mushtaq were spotted by the ground party in an inhospitable glacier where… pic.twitter.com/Iy3RIb6Y3W
— ANI (@ANI) July 2, 2023
এপ্রসঙ্গে শ্রীনগর থেকে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক (PRO (Defence) Srinagar) জানান, ওই দুই পর্বতারোহী ফয়জল ওয়ানি ও জিশান মুস্তাক দুর্গম থাজিওয়াস হিমবাহে আটকে পড়েছিলেন। টহলদারি দলের সদস্যরা তাঁদের দেখতে পাওয়ার পর বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু, ওই হিমবাহে হেলিকপ্টার অবতরণের জায়গা (landing field) না থাকায় সমস্যা হচ্ছিল। পরে লো হোভার অপারেশনের (low hover operation) সাহায্যে উদ্ধারকারী দলের সদস্যরা পায়ে হেঁটে গিয়ে তাঁদের উদ্ধার করে হেলিকপ্টারের সাহায্যে নিরাপদ স্থানে নিয়ে যান। পুরো উদ্ধার কাজ সম্পূর্ণ হতে সময় লেগেছে মাত্র এক ঘণ্টা। শ্রীনগরে অবস্থিত এয়ারফোর্স স্টেশন (Air Force Station Srinagar) এই উদ্ধার কাজের দায়িত্বে ছিল। ওই দুই পর্বতারোহীর মধ্যে একজনের শরীরের অনেক অংশ ভেঙে গেছে। এছাড়া হাইপোথার্মিয়া (hypothermia) ও অন্যান্য আঘাত রয়েছে। আরও পড়ুন: Rahul Gandhi Attack BRS: তেলাঙ্গানার জনসভা থেকে ভারত রাষ্ট্রীয় সমিতিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, দেখুন জনজোয়ারের ভিডিয়ো
Srinagar: IAF ALH Mk III helicopter rescued two injured civilian mountaineers from Thajiwas Glacier, one of whom had suffered multiple fractures, hypothermia & other injuries. Faisal Wani & Zeeshan Mushtaq were spotted by the ground party in an inhospitable glacier where the… pic.twitter.com/UYqAWYoucL
— ANI (@ANI) July 2, 2023