Photo Credits: ANI

খাম্মাম: রবিবার বিকেলে তেলাঙ্গানার (Telangana) খাম্মামে (Khammam) তেলাঙ্গানা জন গর্জনা সভা (Telangana Jan Garjana Sabha) থেকে রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্রীয় সমিতিকে (BRS) তীব্র আক্রমণ (attack) করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi)। তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS) থেকে ভারত রাষ্ট্রীয় সমিতি নামকরণের জন্যও বিজেপির (BJP) সঙ্গে কেসিআরের (KCR) দলের গোপন আঁতাত আছে বলেও কটাক্ষ করেন তিনি। আজকে রাহুল গান্ধীর এই জনসভায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল। যার মধ্য়ে অনেক মানুষ মঞ্চে উঠে কংগ্রেস নেতাকে সংবর্ধনাও জানান। ফলে কিছু সময়ের জন্য মঞ্চে বিশৃঙ্খলাও তৈরি হয়েছিল। যদিও পুরো বিষয়টি হাসিমুখে সামাল দেন রাহুল গান্ধী।

দেখুন ভিডিয়ো:

পরে বক্তব্য রাখার সময় তেলাঙ্গানার মানুষের স্বপ্ন গত ৯ বছর ধরে কেসিআরের দল ভেঙে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এপ্রসঙ্গে বলেন, "আমরা ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সময় দেশকে (country) ঐক্যবদ্ধ (uniting) করার কথা বলেছিলাম। গোটা দেশের মানুষ সেই যাত্রাকে সমর্থন (support) করে বুঝিয়ে দিয়েছিলেন যে তাঁরা ঘৃণা ছড়ানো (spread of hatred) ও হিংসাকে (violence) সমর্থন না করে দেশকে ঐক্যবদ্ধ করার পক্ষে রয়েছেন। খাম্মামে চিরকালই কংগ্রেসের প্রবল জনসমর্থন (stronghold) রয়েছে। এখানকার মানুষ সবসময় কংগ্রেসকে সমর্থন করে এসেছেন। আসলে এখানকার মানুষ আমাদের আদর্শকে (ideology) বোঝেন (understand)। তেলাঙ্গানার গরিব (poor), কৃষক (farmer) ও শ্রমিকদের (labourer) একটা স্বপ্ন (dream) ছিল। গত ৯ বছর ধরে এখানকার শাসকদল তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি সেই স্বপ্নকে ভাঙার (crush) চেষ্টা চালিয়ে এসেছে। এখন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি নিজেদের নাম পরিবর্তন করে ভারত রাষ্ট্রীয় সমিতি রেখেছে। এর মানে হল বিজেপি রিস্তেদার সমিতি (BJP Ristedar Samithi)।" আরও পড়ুন: Manipur CM Biren Singh: পরিস্থিতি খতিয়ে দেখতে বিষ্ণুপুর-চূড়াচন্দ্রপুরের পাহাড়ে পরিদর্শন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর, দেখুন ভিডিয়ো