চেন্নাই, ৯ মার্চ: এশিয়ার সর্ববৃহৎ বস্তি ধারাভিতে (Dharavi) নুন আনতে পান্তা ফুরোয় অধিকাংশ পরিবারের। ব্যতিক্রম ছিল না উমেশ কেলুর (Umesh Keelu) পরিবারের ক্ষেত্রেও। পড়াশুনোর জন্য পরিবারের থেকে সেভাবে অর্থসাহায্য পাননি। শুধুমাত্র স্কলারশিপের মাধ্যমেই পেরিয়েছেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। তারপর ১৩ বারের প্রচেষ্টা অবশেষে সুযোগ পেলেন অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে (Officers Training Academy)।

উমেশ কেলু ধারাভি থেকে উঠে আসা প্রথম যুবক যিনি লেফটেন্যান্ট অফিসার পদে চাকরি পেলেন। উমেশ বলেন, আমি যে জায়গা থেকে এসেছি, সেখানের বেশিরভাগ লোক জানেন না যে আর্মিতে যোগ দিতে গেল কেমন পড়াশুনো করতে হয়। আমি তাঁদের পাশে থাকতে চাই. আমি চাই আমার মতো অনেকেই যেন ভারতীয় সেনায় যোগ দেয়।

উমেশ আরও বলেন, পরিবার খুব অর্থকষ্টের মধ্যে ছিল। আমি তারমধ্যেও স্কলারশিপ পেয়ে পড়াশুনো শেষ করে তিনবছর টিসিএস-এ কাজ করেছি। পাশাপাশি আর্মিতে যোগ দেওয়ার জন্যও নিজেকে তৈরি করতাম। অবশেষে ১৩ বারের চেষ্টায় পাশ করি। প্রসঙ্গত, আজই চেন্নাইয়ের অফিসার অ্যাকাডেমি থেকে ট্রেনিং শেষ করে বের হন।