Rajya Sabha (Photo Credit: Twitter/ANI)

নতুন দিল্লি, ৬ ডিসেম্বর: আসনের নীচে থেকে বান্ডিল বান্ডিল টাকার নোট উদ্ধারকে কেন্দ্র করে রাজ্যসভা তোলপাড়। বৃহস্পতিবার রাজ্যসভার ২২২ নম্বর আসন থেকে ৫০০ টাকার নোটের এক বান্ডিল পাওয়া যায়। এখনও কেউ সেটার দাবি জানাওনি। এই আসনটি নির্ধারিত আছে তেলহাঅগানা থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি ( Abhishek Manu Singhvi)-র জন্য। এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজ্যসভার তার জন্য নির্ধারিত আসনে বান্ডিল বান্ডিল নোট উদ্ধারের ঘটনায় বিষ্ময় প্রকাশ করলেন তেলঙ্গানা থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি।

কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি রাজ্যসভায় যে আসনে বসেন, সেখান থেকে টাকা ভর্তি বান্ডিল পাওয়া গিয়েছে।  এমন বিস্ফোরক অভিযোগের জবাবে সিংভি বললেন, "এর আগে এমন ঘটনার কথা শুনিনি। আমি রাজ্যসভায় যাওয়ার সময় পকেটে একটা ৫০০ টাকার নোট নিয়ে যাই। দুপুর ১২টা ৫৭-র সময় আমি হাউসে যাই। দুপুর ১টায় হাউস বসার পর মুলতুবি হয়। তারপর দুপুর দেড়টা থেকে কিছুক্ষণ ক্যান্টিনে থাকার পর, আমি সংসদভবন ছেড়ে চলে যাই।"

দেখুন অভিযোগের জবাবে কী বললেন অভিষেক মনু সিংভি

তদন্ত শেষ হওয়ার আগেই কেন  নাম ঘোষণা হল তাই নিয়ে আপত্তি করেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তদন্ত প্রভাবিত করতে চাইছে বিরোধীরা, পাল্টা দাবি করেছেন বিজেপি।