প্রতীকী ছবি। (Photo Credits: Flickr)

হায়দ্রাবাদ, ১৫ সেপ্টেম্বর: হায়দ্রাবাদের এক নামী কলেজে (Hyderabad Women's College) জারি হল নয়া পোশাকবিধি  (Dress code)। যে পোশাকবিধি নিয়ে তোলপাড় রাজ্য। সেন্ট ফ্রান্সিস (St Francis College For Women) নামের মহিলাদের এই কলেজে পোশাকবিধিতে পরিষ্কারভাবে জানান হল, শর্টস-হাতকাটা জামা (Sleeveless Dresses) বা অন্য কোনো স্বল্প পোশাক পরে কলেজ ক্যাম্পাসে ঢোকা যাবে না। এমনকি হাঁটুর ওপর পর্যন্ত থাকা কোনো কুর্তিও কলেজ ক্যাম্পাসে পরে আসা যাবে না বলেও সেই পোশাকবিধিতে জানানো হয়েছে। পয়লা অগাস্ট থেকে চালু হয়েছে কলেজ কর্তৃপক্ষের জারি করা এই পোশাকবিধি।

হাঁটুর থেকে একটু উপরে থাকা পোশাক পরে এলেই কলেজের গেট থেকেই অনেক ছাত্রীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রীদের পোশাক কতটা লম্বা তা দেখার জন্য নতুন মহিলা গার্ড রেখে রীতিমত ইঞ্চি মাপা হচ্ছে বলেও অভিযোগ।  এতে ছাত্রীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। আরও পড়ুন-অমলেটের সঙ্গে দেওয়া মরিচ ও সসে পোকা, ক্যাটারিং সংস্থাকে ২৫ হাজার টাকা ফাইন করল IRCTC

কলেজ কর্তৃপক্ষের এই পোশাকবিধি নিয়ে সরব সেখানকার ছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় নানারকম ক্যাম্পেনের মধ্যে দিয়ে চলছে 'পোশাক' প্রতিবাদ। এই ক্যাম্পেনের এক ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে এক ছাত্রী বলছেন, ''পোশাকবিধি নিয়ে নিয়ম চালুর পর বিরোধিতার রাস্তায় হাঁটায় তাদের কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বোঝানো হয়, সবটাই হচ্ছে ভালর জন্য়। কারণ লং কুর্তা (Long Kurtis) পরলে বিয়ের জন্য ভাল সমন্ধ আসবে।''