দিল্লি, ৮ অগাস্ট: স্কুটার পার্ক করা নিয়ে বচসা, গণ্ডগোল। আর তার জেরেই নির্মমভাবে খুন হতে হল হুমা কুরেশির দাদাকে (Huma Qureshi)। সম্পর্কে হুমা কুরেশির তুতো দাদাকে দিল্লির (Delhi) নিজ়ামউদ্দিন এলাকায় খুন করা হয়। একটা স্কুটার পার্ক করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। তা থেকেই তা চরম আকার ধারণ করলে, মেরে ফেলা হয় অভিনেত্রীর (Huma Qureshi's Cousin Killed) দাদাকে। ঘটনার পরপরই হুমা কুরেশি বাবা সেলিম কুরেশি বিষয়টি নিয়ে মুখ খোলেন।
হুমার বাবা বলেন, একদম সামান্য একটি বিষয় নিয়ে গণ্ডগোল হয় এবং তার জেরে ঘটে যায় চরম পরিণতি। তিনি বলেন, তাঁদের বাড়ির সামনে দুটি স্কুটার পার্ক করানো ছিল। যা দেখে হুমার তুতো দাদা আসিফ বলেন, সেই দুটিকে সরিয়ে রাখতে। বাড়ির সদর দরজা অর্থাৎ গেট যাতে বন্ধ হয়ে না যায়, তার জন্যই হুমা কুরেশির দাদা বলেন, স্কুটার দুটিকে সরিয়ে রাখতে। যা নিয়ে ওই ২ জনের সঙ্গে তাঁর ভাইপোর কথা কাটাকাটি শুরু হয়। সেই কথা কাটাকাটি পৌঁছে যায় বচসায় এবং তা চরম আকার নিলে, আসিফকে খুন করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ আসিফ কুরেশির সঙ্গে চরম ঘটনা ঘটে যায়। কুরেশি বাড়ির সামনে যাদের স্কুটার পার্ক করানো ছিল। তারাই নির্মমভাবে হুমার তুতো দাদাকে খুন করে বলে অভিনেত্রীর বাবা জানান।
ঘটনার পরপরই আসিফ কুরেশিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই চিকিৎসকরা আসিফ কুরেশিকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Delhi Murder: পার্কিং নিয়ে বচসা, প্রকাশ্যে খুন বলিউড অভিনেত্রী হুমা খুরেশির দাদা
শুনুন কী বললেন হুমা কুরেশির বউদি...
Delhi: Actress Huma Qureshi’s cousin brother Asif Qureshi was murdered in Jangpura Bhogal Bazaar Lane under Nizamuddin police station during a parking dispute after he asked someone to move a scooter from the gate
Wife of the deceased says, "My man has been deliberately and… pic.twitter.com/q5hDVNzRFJ
— IANS (@ians_india) August 8, 2025
যদিও আসিফ কুরেশির স্ত্রী অর্থাৎ হুমার বউদি বলেন, তাঁর স্বামীকে জেনেবুঝে খুন করা হয়েছে। আসিফ অনেকবার ওই ২ জনকে বোঝানোর চেষ্টা করছিলেন, ভাই ভাই বলে ডাকছিলেন। তবে কেউ তাঁর কথা শোনেনি। সবার সামনেই আসিফকে খুন করা হয় বলে জানান হুমা কুরেশির বউদি।