দিল্লির নিজামুদ্দিনে পার্কিং নিয়ে বচসার জেরে সম্প্রতি একটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। জানা গেছে, বলিউড অভিনেত্রী হুমা কুরেশির আত্মীয় আসিফ কুরেশি এই ঘটনার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নিজামুদ্দিনের জাংপুরা ভোগল লেনে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আসিফ তার বাড়ির গেটের সামনে পার্ক করা একটি স্কুটার সরাতে বলেন। এ নিয়ে স্কুটার মালিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়, যা একসময় সহিংসতায় রূপ নেয়। অভিযুক্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
🔴#BREAKING | Actor Huma Qureshi's Cousin Murdered Over Parking Space In Delhi, 2 Arrestedhttps://t.co/KdiEu3drie pic.twitter.com/zP46ohcW5w
— NDTV (@ndtv) August 8, 2025