সেকেন্দ্রাবাদ: তেলেঙ্গানার (Telangana) সেকেন্দ্রাবাদে (Secunderabad)অবস্থিত একটি বহুতলে আগুন লাগার জেরে প্রবল আতঙ্কের সৃষ্টি হল বৃহস্পতিবার সন্ধ্যায়। ওই বহুতলের ৬ তলায় ১০ জন মানুষ আটকে পড়েছেন বলে জানিয়েছেন উদ্ধার পাওয়া এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন তেলেঙ্গানার একজন মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব (Telangana Minister Talasani Srinivas Yadav)।
এপ্রসঙ্গে সেকেন্দ্রাবাদের সাউথ জোনের অতিরিক্ত ডিএসপি সৈয়দ রাফিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেকেন্দ্রাবাদের স্বপ্নালোক কমপ্লেক্সে (Swapnalok Complex) শর্টসার্কিটের (short circuit) কারণে আচমকা আগুন (fire) লেগে যায়। আমরা ওই বহুতলের ভেতরে আটকে পড়া (stuck) মানুষদের উদ্ধার করার চেষ্টা করছি। তবে ভেতরে ঠিক কতজন আটকে আছেন তার সঠিক সংখ্যা আমরা এখনও জানতে পারিনি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন (Fire engines)। উদ্ধার কাজ এখনও চলছে।
এদিকে এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন তেলেঙ্গানা সরকারের একজন মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। আরও পড়ুন: ভুয়ো চাকরি চক্রের জেরে মায়ানমারে আটকে পড়া ৮ জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র
দেখুন ভিডিয়ো:
Breaking massive fire breaks out in Swapnalok Complex, Secunderabad Hyderabad several people are feared trapped in the building.#Hyderabad #firesafety pic.twitter.com/dAu1b7ouAZ
— Azmath Jaffery (@JafferyAzmath) March 16, 2023
Telangana | Huge fire broke out in Swapnalok Complex in Secundrabad, fire engine rushed to the spot.
Around 7:30pm a fire broke out due to a short circuit, we are trying to rescue people who are stuck inside, and so far we don't know how many are stuck. Fire engines have rushed… https://t.co/EXKpCpvKbf pic.twitter.com/x5Uv0qNgWN
— ANI (@ANI) March 16, 2023
There are around 10 people stuck on the 5th floor of the building, claims a victim who was rescued from the building. pic.twitter.com/ZdlkZhuvjc
— ANI (@ANI) March 16, 2023