আমেদাবাদ, ১৪ অক্টোবর: গান্ধীজি (Gandhi Ji) কীভাবে আত্মহত্যা (Suiside) করেছিলেন! চমকে উঠছেন তো? কিন্তু বাস্তবে এমনই প্রশ্ন এসেছে খোদ গুজরাতের একটি স্কুলে (Gujrat)! যা দেখে চক্ষু চড়কগাছ রাজ্য শিক্ষা দফতরের। তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফে। জানা গিয়েছে, রাজ্য সরকার ও ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ওই স্কুলে নবম শ্রেণীর পরীক্ষায় এমন প্রশ্নপত্র ঘিরে এখন জল্পনা তুঙ্গে। ঘটনা গুজরাতের গান্ধীনগরের (Gandhinagar)।
গান্ধীজির আত্মহত্যা! গান্ধীজি কীভাবে আত্মহত্যা করেছিলেন? একটি স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে কীভাবে এমন প্রশ্ন আসতে পারে! প্রকাশিত হওয়ার আগে কেন কারো নজরে পড়ল না! তবে কি চূড়ান্ত উদাসীনতা! প্রশ্ন উঠছে এখানেই। বিষয়টি ঘিরে এখন জল্পনা তুঙ্গে। এছাড়াও ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রে চিঠি লিখতে বলা হয়েছিল পড়ুয়াদের (Student)। যার বিষয় হিসেবে তুলে দেওয়া হয়েছিল- 'জেলা পুলিশ সুপারের এলাকাতে মদ বিক্রি বাড়ছে কেন? অবৈধ কারবারিরা তা নিয়ে সক্রিয়।' এমন প্রশ্নও অত্যন্ত আপত্তিজনক বলে জানিয়েছেন গান্ধীনগর জেলা শিক্ষা দফতরের এক আধিকারিক। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির কার্যকরী সভাপতি অমিত শাহের (Amit Shah) লোকসভা কেন্দ্র গান্ধীনগর। গুজরাতের মতো রাজ্য; যেখানে মদ (Wine) বিক্রি কার্যত নিষিদ্ধ। সেখানে অবৈধ উপায়ে কীভাবে মদ বিক্রি হয়! এমন প্রশ্নও মাথা ঘুরিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর রাজ্য়ের। আরও পড়ুন: সোমবার থেকেই স্বাভাবিক হচ্ছে উপত্যকার ৪০ লক্ষ পোস্টপেড মোবাইল পরিষেবা, তবে অচলাবস্থায় ইন্টারনেট
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজীকে গুলি করে হত্যা (Murder) করা হয়। সে সময় তিনি নতুন দিল্লীর বিড়লা ভবনের (বিরলা হাউস) (Birla House) মাঝে রাত্রিকালীন পথসভা করছিলেন। নাথুরাম গডসে (Nathuram Godse) নামে একজন হিন্দু মৌলবাদী তাঁকে হত্যা করেন।