কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024)  অন্যতম চর্চিত কেন্দ্র হল হুগলি। এই লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ লকেট চট্যোপাধ্যায় (Locket Chattarjee) । মোট সাতটি বিধানসভা কেন্দ্র নয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এই বিধানসভা কেন্দ্রগুলি হল বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম,সিঙ্গুর, চন্দননগর ও ধনেখালি। এই কেন্দ্রের ভোট ২০ শে মে। এ বার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্যোপাধ্যায়। অন্যদিকে এ বার তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোতপাধ্যায় (Rachana Banerjee)। সিপিএমের  (CPIM)হয়ে দাঁড়িয়েছেন মনোদীপ সিং।

একসময় এই কেন্দ্রটি বামেদের ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। ২০১৯ সালে এই কেন্দ্রে ৬ লক্ষ ৭১ হাজার ৪৪৮ ভোটে জিতেছিলেন লকেট। অন্যদিকে ৪১.০৩ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রত্না দে। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৯৮ হাজার ৮৬ ভোট। ২০১৪ সালে এই রত্না দে-ই সিপিএমকে ৬ লক্ষ ১৪ হাজার ৩১২ ভোটে হারিয়েছিলেন। সে বার মাত্র ২ লক্ষ ২১ হাজার ২৭১ ভোট পেয়েছিল বিজেপি। ধীরে-ধীরে এই কেন্দ্রে ক্ষমতা কায়েম করার চেষ্ট চালায় ভারতীয় জনতা পার্টি। এ বারের লোকসভা নির্বাচনেও সবার চোখ এই কেন্দ্রে। একদিকে লকেট অন্যদিকে রচনা, আর সিপিএম তো রয়েছেই, কে হাসে শেষ হাসি তাই এখন দেখার। তবে এ বার এই কেন্দ্রের মূল লড়াই দুই ফুলের তা স্পষ্ট।