দিল্লি, ৬ জানুয়ারি: চিনের পর ভারতেও থাবা বসাতে শুরু করেছে। HMPV ভাইরাসের কবলে কর্ণাটকের (Karnataka) ২ জন। হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসের জেরে কর্ণাটকে পরপর ২ জন আক্রান্তের খবর আইসিএমআর প্রকাশ করতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। তবে অভয় বার্তা দেওয়া হয়েছে কন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এই মুহূর্তে হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসের সংক্রমণ চিন্তাজনকভাবে ছড়ায়নি। তাই পরিস্থিতি আয়ত্তে রয়েছে। যে অসুস্থতা ছড়াচ্ছে, তা ইনফ্লুয়েঞ্জর মত। ফলে ইনফ্লুয়েঞ্জার মত উপসর্গ রয়েছে আক্রান্তদের শরীরে। এমনই জানানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তবে HMPV ভাইরাস নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। গোটা বিশ্ব জুড়ে এই ভাইরাসে আক্রান্ত কেউ হচ্ছেন কি না, সে বিষয়ে আন্তর্জাতিকভাবে নজর রাখা হচ্ছে বলে খবর।
কর্ণাটকে কারা আক্রান্ত HMPV ভাইরাসে?
রিপোর্টে প্রকাশ, HMPV ভাইরাসে কর্ণাটকে যে ২ জন আক্রান্ত, তারা শিশু। একজনের বয়স ৩ মাস এবং অপরজন ৮ মাসের। ৩ এবং ৮ মাসের ওই দুই শিশু বেঙ্গালুরুর বাপিস্ট হাসপাতালে ভর্তি। দুই শিশুরই ব্রঙ্কাইটিসের ইতিহাস রয়েছে বলে জানা যাচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাশাপাশি আইসিএমআর ক্রমাগত নজর রাখছে পরিস্থিতির উপর। পাশাপাশি চিনের (China) পরিস্থিতি কেমন এবং তা কোনদিকে গড়াচ্ছে, সে বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে কড়া নজর রাখা হয়েছে বলে খবর।