KS Eshwarappa (Photo Credit: ANI/Twitter)

বেঙ্গালুরু, ১৭ মে:  ফের বিতর্কিত মন্তব্য করলেন কর্ণাটকের বিজেপি (BJP) নেতা কে এস ইশ্বরআপ্পা। কে এল ইশ্বরআপ্পা বলেন, হিন্দুরা অযোধ্যা নিজেদের হেফাজতে নিয়েছে। অযোধ্যার পর কাশী নিজের দখলে নেবে হিন্দুরা (Hindu)। এরপর মথুরাও হিন্দুরা দখল করবে বলে বিতর্কিত মন্তব্য করেন দক্ষিণের রাজ্যের এই বিজেপি নেতা। পাশাপাশি অযোধ্যা, কাশী এবং মথুরা হিন্দুদের তীর্থক্ষেত্রে পরিণত হবে বলে মন্তব্য করেন ইশ্বরআপ্পা (KS Eshwarappa)।

এসবের পাশাপাশি ইশ্বরআপ্পা আরও বলেন, জ্ঞানবাপী মসজিদে ১২ ফুটের শিবলিঙ্গ খুঁজে পাওয়া গিয়েছে। যা দেখে প্রমাণিত জ্ঞানবাপী মসজিদ এক সময় মন্দির ছিল, মসজিদ নয়। ৩৫০ বছর আগে ঔরঙ্গজেব মন্দির ধ্বংস করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন বলে অভিযোগ করেন কর্ণাটকের এই বিজেপি নেতা। কে এস ইশ্বরআপ্পার ওই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন:  Pakistan: তাপপ্রবাহের জেরে মিলছে না পরিশ্রুত জল, পাকিস্তানে ছড়াচ্ছে মারণ কলেরা, সংক্রমিত ২০০০

এদিকে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, জ্ঞানবাপী মন্দিরের শিবলিঙ্গকে রক্ষা করতে হবে। তবে মসজিদে নামাজ বন্ধ করা যাবে না। মসজিদে নামাজ চলবে বলে জানানো হ.য় শীর্ষ আদালতের তরফে।