Pakistan: তাপপ্রবাহের জেরে মিলছে না পরিশ্রুত জল, পাকিস্তানে ছড়াচ্ছে মারণ কলেরা, সংক্রমিত ২০০০

বালোচিস্তানের ফির কোহ-র বাসিন্দাদের অভিযোগ, তাঁদের এলাকায় পরিশ্রুত জল মিলছে না। অপরিশ্রুত জল পান করেই সেখানে বাড়ছে কলেরার সংক্রমণ।

বিদেশ Jayeeta Basu|
Pakistan: তাপপ্রবাহের জেরে মিলছে না পরিশ্রুত জল, পাকিস্তানে ছড়াচ্ছে মারণ কলেরা, সংক্রমিত ২০০০
Hospital (Photo Credits: ANI)

ইসলামাবাদ, ১৭ মে:  পাকিস্তানের (Pakistan) একাধিক এলাকায় বাড়ছে কলেরার (Cholera ) দাপট। পাকিস্তানের বিভিন্ন অংশে যখন তাপপ্রবাহ (Heatwave) চলছে, সেই সময় মাথা চাড়া দিয়েছে জল সঙ্কট। আর সেই ভয়াবহ জল সঙ্কটের মাঝেই বাড়ছে কলেরা। চলতি সপ্তাহে পাকিস্তানের একাধিক জায়গার তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে শুরু করে। জলবায়ুর পরিবর্তনের ফল ভুগছেন মানুষ। চরম জল সঙ্কটের মাঝেই পাকিস্তানের একাধিক অংশে কলেরার প্রকোপ বাড়তে শুরু করে। প্রসঙ্গত গত ১৭ এপ্রিল পাকিস্তানে প্রথম কলেরা ধরা পড়ে। বালোচিস্তান (Balochistan) প্রদেশের ফির কোহ-তে গত মাসে ধরা পড়ে প্রথম সংক্রমণ। সেই থেকে এই পর্যন্ত পাকিস্তান জুড়ে কমপক্ষে ২ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্য়ু হয়েছে ৬ জনের।

বালোচিস্তানের ফির কোহ-র বাসিন্দাদের অভিযোগ, তাঁদের এলাকায় পরিশ্রুত জল মিলছে না। অপরিশ্রুত জল পান করেই সেখানে বাড়ছে কলেরার সংক্রমণ। চলতি বছরে এখনও পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হয়নি পাকিস্তান জুড়ে। ফলে স্থানীয় পুকুরগুলি শুকিয়ে যেতে শুরু করেছে। ফলে পাইপলাইনের মাধ্যমে যে জল সরবারহ করা হচ্ছে, তা খেয়েই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান স্থানীয় বাসিন্দা হাসান বুগটি। তাঁর কথায়, পরিশ্রুত জলের সরবারহ না থাকায়, স্থানীয় এলাকায় মানুষ অপরিশ্রুত জল পান করতে বাধ্য হচ্ছেন এক প্রকার।

আরও পড়ুন:  Pallavi Dey: অভিনেত্রী পল্লবী দে-র সহবাসসঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ

পাকিস্তানে  কলেরার প্রকোপ বাড়তেই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বালোচিস্তানের ফির কোহ-র মানুষ যাতে পরিশ্রুত জল পান এবং কলেরার সংক্রমণ কমে, সে বিষয়ে জরুরি পদক্ষেপ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের সেনা বাহিনী যাতে 0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0+%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87+%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87+%E0%A6%A8%E0%A6%BE+%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4+%E0%A6%9C%E0%A6%B2%2C+%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87+%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87+%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3+%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%2C+%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4+%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%A6&body=Check out this link https%3A%2F%2Fbangla.latestly.com%2Fworld%2Fpakistan-hit-by-deadly-cholera-outbreak-as-country-grips-with-water-crisis-amid-heat-wave-122035.html" title="Share by Email">

বিদেশ Jayeeta Basu|
Pakistan: তাপপ্রবাহের জেরে মিলছে না পরিশ্রুত জল, পাকিস্তানে ছড়াচ্ছে মারণ কলেরা, সংক্রমিত ২০০০
Hospital (Photo Credits: ANI)

ইসলামাবাদ, ১৭ মে:  পাকিস্তানের (Pakistan) একাধিক এলাকায় বাড়ছে কলেরার (Cholera ) দাপট। পাকিস্তানের বিভিন্ন অংশে যখন তাপপ্রবাহ (Heatwave) চলছে, সেই সময় মাথা চাড়া দিয়েছে জল সঙ্কট। আর সেই ভয়াবহ জল সঙ্কটের মাঝেই বাড়ছে কলেরা। চলতি সপ্তাহে পাকিস্তানের একাধিক জায়গার তাপমাত্রা চড়চড়িয়ে বাড়তে শুরু করে। জলবায়ুর পরিবর্তনের ফল ভুগছেন মানুষ। চরম জল সঙ্কটের মাঝেই পাকিস্তানের একাধিক অংশে কলেরার প্রকোপ বাড়তে শুরু করে। প্রসঙ্গত গত ১৭ এপ্রিল পাকিস্তানে প্রথম কলেরা ধরা পড়ে। বালোচিস্তান (Balochistan) প্রদেশের ফির কোহ-তে গত মাসে ধরা পড়ে প্রথম সংক্রমণ। সেই থেকে এই পর্যন্ত পাকিস্তান জুড়ে কমপক্ষে ২ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্য়ু হয়েছে ৬ জনের।

বালোচিস্তানের ফির কোহ-র বাসিন্দাদের অভিযোগ, তাঁদের এলাকায় পরিশ্রুত জল মিলছে না। অপরিশ্রুত জল পান করেই সেখানে বাড়ছে কলেরার সংক্রমণ। চলতি বছরে এখনও পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হয়নি পাকিস্তান জুড়ে। ফলে স্থানীয় পুকুরগুলি শুকিয়ে যেতে শুরু করেছে। ফলে পাইপলাইনের মাধ্যমে যে জল সরবারহ করা হচ্ছে, তা খেয়েই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান স্থানীয় বাসিন্দা হাসান বুগটি। তাঁর কথায়, পরিশ্রুত জলের সরবারহ না থাকায়, স্থানীয় এলাকায় মানুষ অপরিশ্রুত জল পান করতে বাধ্য হচ্ছেন এক প্রকার।

আরও পড়ুন:  Pallavi Dey: অভিনেত্রী পল্লবী দে-র সহবাসসঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ

পাকিস্তানে  কলেরার প্রকোপ বাড়তেই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বালোচিস্তানের ফির কোহ-র মানুষ যাতে পরিশ্রুত জল পান এবং কলেরার সংক্রমণ কমে, সে বিষয়ে জরুরি পদক্ষেপ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের সেনা বাহিনী যাতে শিবির খুলে ফির কোহ-র মানুষ পরিশ্রুত জলের য়োগান দেয়, সে বিষয়ে নির্দেশ দেন শেহবাজ শরিফ।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change