হিমাচল প্রদেশে ভূমিধ্বসের জেরে আহত এবং নিহতদের খোঁজে এখন জারি তল্লাশি। এই নিয়ে ষষ্ঠ দিনে পড়ল খোঁজ। গতকাল দুর্ঘটনাস্থল থেকে ১৬ টি দেহ উদ্ধার করা হয়েছে।এখনও পর্যন্ত ৪ টি দেহ উদ্ধারের বিষয় জানান গেছে। এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনার মিলিত প্রচেষ্টায় চলছে উদ্ধারকার্য।
হিমাচল প্রদেশের সিমলায় ব্যাপক ভূমিধ্বসের জেরে তলিয়ে যায় বাড়ি ঘর। ঘটনায় মাটির মধ্যেই চাপে পড়ে যায় বহু মানুষ। ঘটনার পরপরই সেখানে পৌছন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গত কয়েক মাস যাবৎ ব্যপক বৃষ্টির কারণে বহুবার ভূমিধ্বস দেখা গেছে পাহাড়ির অঞ্চলে। পরিস্থিতি এমন পর্যায়ে যে এখন নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য অঞ্চলে আশ্রয় নিচ্ছেন হিমাচলের মানুষজন।
#WATCH | Himachal Pradesh: "Today is the sixth day of the search & rescue operation. We retrieved 16 bodies yesterday. Our search operation is underway for four other bodies that have been reported. NDRF, SDRF & Army teams are present at the spot. We are doing everything… https://t.co/mPPowDPQ96 pic.twitter.com/v7fCaUHUjW
— ANI (@ANI) August 19, 2023