দিল্লি, ২৪ ডিসেম্বর: উত্তর ভারত (North India) ঢেকে যাচ্ছে বরফে। জম্মু কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ (Himachal Pradesh), দেশের উত্তর দিকের একাধিক জায়গায় বরফ পড়তে শুরু করেছে। ফলে বরফের চাদরে মুড়ে গিয়েছে গোটা এলাকা। এবার হিমাচল প্রদেশের মানালিতে (Manali) এক নাগাড়ে তুষারপাত শুরু হয়েছে। ফলে বরফের পুরু চাদরে গোটা এলাকা ঢেকে গিয়েছে। হিমাচল প্রদেশে তুষারপাত এবং বৃষ্টি শুরু হলে, একের পর এক গাড়ি আটকে পড়তে শুরু করে। মানালি যেভাবে বরফের চাদরে মুড়ে যায়, তার জেরে গাড়ির গতি যেমন শ্লথ হতে শুরু করে, তেমনি পর্যটকরাও বিপাকে পড়েন। প্রায় ১ হাজার কিংবা তার বেশি গাড়ি মানালির রাস্তায় আটকে পড়ে। সোলাং এবং রোহতাংয়ের অটল টানেলে একের পর এক গাড়ি থেমে যেতে শুরু করে। অতি মাত্রায় তুষারপাতের জেরে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যেতে শুরু করে। ফলে পুলিশ, প্রশাসন হাজির হয়ে পর্যটকদের সেখান থেকে সরাতে থাকেন।
দেখুন মানালির রাস্তা ঢেকে গিয়েছে বরফের পুরু আস্তরণে...
#WATCH | Himachal Pradesh: Traffic congestion and slow vehicular movement witnessed in Manali as people throng to hilly areas after fresh snowfall
(Source: Himachal Pradesh Police) pic.twitter.com/hmWfK6Xxjq
— ANI (@ANI) December 24, 2024
সূত্র অনুযায়ী, মানালিতে প্রায় ৭০০ পর্যটককে উদ্ধার করে, তাঁদের সরানো হয়েছে। নিরাপদ জায়গায় আপাতত ওই ৭০০ পর্যটককে রাখা হয়েছে। খ্রিস্টমাস এবং নতুন বছর উদযাপনের জন্যই বহু পর্যটক এই সময় মানালিতে হাজির হন। এ বছরও তার অন্যথা হয়নি। তার মাঝেই শুরু হয়ে তুষারপাতের বহর। ফলে পুলিশ প্রশাসনের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে উদ্ধার কাজ শুরু করেন।
অতিরিক্ত তুষারপাতের জেরে মানালির রাস্তায় চলছে উদ্ধার কাজ...
Snowfall visuals of Manali nd Solang Valley pic.twitter.com/nJIVqq4Xe5
— Go Himachal (@GoHimachal_) December 24, 2024
প্রত্যেক বছর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হিমাচলের একাধিক জায়গা-সহ মানালিতে তুষারপাত শুরু হয়। যা দেখতে হাজার হাজার পর্যটক ভিড় জমান। এবার সেই অতিরিক্ত বরফই প্রশাসনের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।