3 Pak Terrorists (Photo Credit: ANI/X)

পাটনা, ২৮ অগাস্ট: নেপাল (Nepal) পার করে ভারতে প্রবেশ করেছে পাকিস্তানি জঙ্গিরা (Pakistani Terrorist)। ৩ পাক জঙ্গি নেপাল পার করে ভারতে প্রবেশ করেছে। ফলে বিহার জুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। এমনই খবর বিহার (Bihar) পুলিশ সূত্রে।

গত ১৫ অগাস্ট নেপাল পার করে বিহারে প্রবেশ করেছে ওই পাকিস্তানি জঙ্গিরা। ফলে বিহার জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের ৩ জঙ্গি নেপাল পার করে বিহারে প্রবেশ করেছে বলে সূত্রের খবর।

বিহারে বিধানসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, সেই সময় পাকিস্তানি জঙ্গিদের নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের...

 

যে ৩ জঙ্গি নেপাল থেকে প্রবেশ করেছে, তারা পাকিস্তানের বাসিন্দা। রিপোর্টে প্রকাশ, ভারতে ঢুকে পড়া ৩ পাক জঙ্গির মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির বাসিন্দা হাসনাইন আলি, উমরকোটের আদিল হুসেন এবং ভাওয়ালপুরের মহম্মদ উসমান।

পাকিস্তানে বসবাসকারী জইশের ওই ৩ জঙ্গি প্রথমে কাঠমাণ্ডুতে হাজির হয়। এরপর কাঠমান্ডু থেকে সীমান্ত পার করে বিহারে ঢুকে পড়ে বলে জানা যায়।

পাকিস্তান থেকে যে ৩ জঙ্গি  বিহারে ঢুকে পড়েছে, তাদের নাম এবং ছবি প্রকাশ করা হয়েছে। কোনওভাবে ওই জঙ্গিরা যাতে বিহারে নাশকতা ছড়াতে না পারে, তার জন্য চূড়ান্ত পদক্ষেপ করা হয়েছে।

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে যাতে কোনও ধরনের নাশকতা না ছড়াতে পারে কোনও জঙ্গিরা, সেদিকে কড়া নজর রাখা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।

নেপালের মোতিহারি থেকে বিহারে ঢুকে পড়েছে এই পাক জঙ্গিরা। এই ৩ জঙ্গির খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে মোতিহারি পুলিশের তরফে...