Severe Heatwave (Photo Credit: Pixabay)

ভুবনেশ্বর, ৩০ এপ্রিল: ৪৪ ডিগ্রিতে পুড়ছে ওড়িশা (Odisha)। এই রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে ক্রমশ। ময়ূরভঞ্জ জেলার বারিপদায় রয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে ওড়িশার এই জেলার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। অন্যদিকে ময়ূরভঞ্জের পাশাপাশি ওড়িশার আরও ২৮টি জেলা ফুটছে। ওই ২৮টি জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছেছে বলে খবর আবহাওয়া দফতরের। ফলে আগামী ৩ দিন ওড়িশায় তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে আভ্যন্তরীণ ওড়িশা, ওড়িশার উত্তর উপকূলীয় এলাকা, দক্ষিণের আভ্যন্তরীণ ওড়িশায় তীব্র থেকে তীব্রতর হবে তাপপ্রবাহ। ফলে ওই সব এলাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Weather Update For Heatwave: তীব্র তাপপ্রবাহের সতর্কতা, বাংলা, বিহার, ওড়িশায় চলছে দাবদাহ

ওড়িশার সংশ্লিষ্ট ওই এলাকা ছাড়া বাকি অংশে তাপপ্রবাহের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে খবর।  পলে আগামী ৩ দিন যাতে মানুষ সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ঘরের বাইরে বের না হন, সে বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে বলে খবর।