নয়াদিল্লি, ১ জুলাইঃ রাতভর ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হরিয়ানা (Haryana)। হু হু করে বৃষ্টির হল ঢুকে গিয়েছে যমুনানগরে সরস্বতী চিনিকলের ভেতরে। যার ফলে গুদামে মজুত রাখা বিপুল পরিমাণে চিনি নষ্ট হয়ে গিয়েছে। এশিয়ার সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চিনিকল হল হরিয়ানার যমুনানগরে সরস্বতী চিনিকল ( Saraswati Sugar Mill)। গুদামে সেই সময়ে ২,২০,০০০ কুইন্টাল চিনি মজুদ ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৯৭ কোটি টাকা। বৃষ্টির জল ঢুকে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার চিনির ক্ষতি করেছে। কর্মকর্তারা জানাচ্ছেন, মজুত রাখা চিনির প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারী বৃষ্টির জেরে এশিয়ার বৃহত্তম চিনিকল প্লাবিত হয়েছে
চিনিকল গুদামের এক কর্মকর্তা জানাচ্ছেন, মুষলধারে বৃষ্টির ফলে গুদামের অদূরে অবস্থিত ড্রেনের জলস্তর বৃদ্ধি পায়। সেই ড্রেনের হলই বন্যার আকারে গুদামের মধ্যে ঢুকতে শুরু করে। সরস্বতী চিনিকলের জেনারেল ম্যানেজার রাজীব মিশ্র জানিয়েছেন, 'গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়। মিলের নিরাপত্তারক্ষীরা মধ্যরাতেই জল ঢুকে পড়ার বিষয়টি সতর্ক করেছিল। গুদামের ঠিক পিছনে দিয়েই ড্রেনটি প্রবাহিত হয়েছে। চিনি অত্যন্ত হাইগ্রোস্কোপিক প্রকৃতির। তাই গুদামে জল ঢুকে পড়ার ফলে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার চিনির ক্ষতি হয়েছে। তবে পুরো গুদামটি পর্যবেক্ষণ করার পরে আমরা সঠিক ক্ষতির পরিমাণ অনুমান করতে পারব'।
চিনিকলে ঢুকেছে ড্রেনের জল
यमुना नगर शूगर मिल में बाड़ से करोड़ों रूपए कि चीनी पानी में बह गई तेज़ और लगातार बारिश के पानी को नहीं रोक पाये कर्मचारी #yamunanagar#Flood #यमुनानगर #viralnews pic.twitter.com/oUGFmKd0Un
— Faiz (@FMansikta60974) July 1, 2025
রাত থেকেই চলছে গুদামের জল পরিষ্কারের কাজ। কিন্তু তাও বিপুল ক্ষতি ঠেকানো যায়নি। রাজীব আরও উল্লেখ করেন, 'এই প্রথমবার বৃষ্টির ফলে মিলটি প্লাবিত হয়েছে। আমরা এর আগে কখনও এমন কিছুর মোকাবেলা করিনি'। তবে চিনিকল বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও, স্থানীয় বাজারগুলিতে এর প্রভাব নাও পড়তে পারে বলে আশ্বস্ত করেছেন তিনি।