দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: হরিয়ানা (Haryana) দুই মুসলিম যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। জুনেদ এবং নাসির নামে রাজস্থানের দুই তরুণের দগ্ধ দেহ হরিয়ানার ভিওয়ানি থেকে উদ্ধারের পর তা নিয়ে তোপ দাগেন মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি। জুনেদ এবং নাসিরের মৃত্যুর তীব্র প্রতিবাদ করেন ওবেইসি। হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন তোপ দাগেন ওবেইসি, তেমনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এর উত্তর দেবেন কি না বলেও প্রশ্ন তোলেন মিম প্রধান। এই ঘটনার জন্য গোরক্ষকরা দায়ি বলে অভিযোগ করেন ওবেইসি (Asaduddin Owaisi)।
শুধু তাই নয়, ধৃতরা প্রত্যেকে বিজেপি, আরএসএসের সমর্থক বলেও দাবি করেন মিম প্রধান। এই ঘটনা অমানবিক বলেও ফুঁসে ওঠেন ওসাদউদ্দিন ওবেইসি। সংখ্যালঘুদের উপর পরিকল্পনা করে আত্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন ওবেইসি।
আরও পড়ুন: Haryana: ২ মুসলিম তরুণের দগ্ধ দেহ উদ্ধার, অভিযোগের তির বজরং দলের বিরুদ্ধে
I condemn in the strongest words the killing of Junaid & Nasir by an organised gang in Haryana. One Monu named in the incident is patronised by BJP govt in Haryana. They're responsible for this incident. Will PM & HM speak on this incident?: AIMIM MP Owaisi on Bhiwani incident pic.twitter.com/ls1WZVASns
— ANI (@ANI) February 17, 2023
ঘটনার পরপরই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কড়া নিন্দা করেন। পুলিশ যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করে, সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশ।